Thursday, 15 January 2026
ই-পেপার

ইতিহাসের সবচেয়ে বড় ভয়ঙ্কর চাপে পড়েছেন তারেক রহমান : গোলাম মাওলা রনি

admin | November 29, 2025

ইতিহাসের সবচেয়ে বড় ভয়ঙ্কর চাপে পড়েছেন তারেক রহমান— এমন মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি।

নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

পোস্টে তিনি লেখেন, ইতিহাসের সবচেয়ে বড় ভয়ঙ্কর চাপে পড়েছেন তারেক রহমান। বেগম জিয়া গুরুতর অসুস্থ।

এই সময়ে তার দেশে ফেরা না ফেরা নিয়ে যেসব কথা হচ্ছে তা সামাল দেওয়ার ক্ষমতা বিএনপি বা জনাব তারেক রহমানের নেই! জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আপনজনের অনুপস্থিতি মানবজাতি কোনো কালেই স্বাভাবিকভাবে নেয়নি।

তিনি আরো লেখেন, ‘বিএনপির রাজনীতির বাতিঘরের প্রধান প্রদীপটি যখন নিভে যাচ্ছে, তখন তারেক রহমান, ডা. জোবাইদা রহমান এবং জাইমা রহমান কী করছেন তা নিয়ে দেশবাসীর মুখে খৈ ফুটছে!

উল্লিখিত অবস্থায়, বিএনপির পদলোভীরা মুখে তালা লাগিয়ে শুধু দোয়া দুরূদ পাঠ করছেন আর ভাবছেন আল্লাহ না করুন, যদি এই অবস্থায় খারাপ কিছু ঘটে, তবে নির্বাচনের মাঠে প্রতিপক্ষের তীব্র শব্দবোমা কিভাবে সামলাবেন!’