Thursday, 15 January 2026
ই-পেপার

প্রথমবার এমআরআই করাতে যাচ্ছেন? জানুন সহজ ও নিরাপদ প্রস্তুতি

admin | November 22, 2025

আপনি যদি প্রথমবার এমআরআই করাতে যাচ্ছেন, তখন একটু ভয় লাগা স্বাভাবিক। কিন্তু ঠিকভাবে জানলে এটি খুবই সহজ ও আরামদায়ক হতে পারে। ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং (এমআরআই) শরীরের ভেতরের পেশী, অঙ্গ এবং নরম টিস্যুর বিস্তারিত ছবি তুলে, ডাক্তারকে সঠিক চিকিৎসার নির্দেশনা দিতে সাহায্য করে। এটি রেডিয়েশন ব্যবহার করে না, তাই এটি অনেক নিরাপদ এবং কার্যকর পদ্ধতি।

স্ক্যানের আগে প্রস্তুতি:
চিকিৎসার ইতিহাস ডাক্তারকে জানানো এবং শরীরের ধাতব ডিভাইসের তথ্য দেওয়া।
ধাতব জিনিস ও গয়না সরিয়ে ফেলা।
উদ্বেগ বা ক্লাস্ট্রোফোবিয়া থাকলে ডাক্তারের সঙ্গে আলোচনা।
খাওয়া-দাওয়া ঠিক রাখা, সময়মতো পৌঁছানো।

কনট্রাস্ট ডাই:
কিছু স্ক্যানের জন্য কনট্রাস্ট দেওয়া হতে পারে। অ্যালার্জি বা কিডনি সমস্যা থাকলে সতর্কতা নিতে হবে।
শিশু, গর্ভবতী বা ট্যাটু থাকলে বিশেষ নির্দেশনা মেনে চলা।

স্ক্যানের সময়:
টেবিলে শুয়ে স্থির থাকতে হবে।

মেশিন থেকে শব্দ আসবে, কানের সুরক্ষা হিসেবে হেডফোন দেওয়া হবে।
প্রয়োজনে সঙ্গীত বা আরামের অন্যান্য উপায় ব্যবহার করা যেতে পারে।
স্ক্যানের পর:
সাধারণত স্বাভাবিক কাজকর্ম শুরু করা যায়।
কনট্রাস্ট দিলে প্রচুর পানি পান করা।
ফলাফল কয়েক দিনের মধ্যে রেডিওলজিস্টের মাধ্যমে পাওয়া যায়।

সঠিক প্রস্তুতি ও সহযোগিতার মাধ্যমে এমআরআই পরীক্ষা শান্তিপূর্ণ এবং ঝামেলাহীনভাবে সম্পন্ন করা সম্ভব।
সূত্র : ব্যানার হেলথ