Thursday, 15 January 2026
ই-পেপার

টাইগারদের কাছে ব্যাটে-বলে ধরাশায়ী আফগানিস্তান

admin | November 18, 2025

এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে গ্রুপ পর্বের ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলকে ৮ উইকেটের বিরাট ব্যবধানে পরাজিত করেছে বাংলাদেশ ‘এ’ দল। এই ম্যাচে ব্যাটে-বলে বাংলাদেশের কাছে পাত্তায় পায়নি আফগানরা।

এর আগে কাতারের দোহারে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৭৮ রানেই গুটিয়ে যায় আফগানরা। টাইগারদের হয়ে রিপন মন্ডল এবং রাকিবুল হাসান ৩টি করে উইকেট শিকার করেছেন।

১৪ রান খরচায় ২ উইকেট নিয়েছেন মেহেরব হোসেন। ১ উইকেট তোলেন আবদুল গাফফার সাকলাইন।
প্রথম ওভারেই ওপেনার ইমরানকে ফেরান রিপন মন্ডল। ৩ বলে ৪ রান করে বিদায় নেন ইমরান।

তিনে নামা সেদিকউল্লাহ আতাল ৯ বলে ৮ রান করে বিদায় নিয়েছেন। তাকেও ফিরিয়েছেন রিপন। একই ওভারে নূর উল রহমানকেও ফিরিয়ে দেন রিপন মন্ডল। মাত্র ১৬ রানের মধ্যে ৩ উইকেট হাওয়া আফগানদের।
ধুঁকতে ধুঁকতে ৭৮ রানে শেষ হয় আফগানদের ইনিংস।
৭৯ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৩ ওভার ৩ বলেই লক্ষ্যতে পৌঁছে যায় আকবররা। বাংলাদেশের হয়ে ১০ রান করে করেন দুই ওপেনার হাবিবুর রহমান সোহান ও জিসান আলম। তবে ২২ বলে ২৪ ও ৩০ বলে ২৭ করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন জাওয়াদ আবরার ও মেহেদী ইসলাম অঙ্কন। ম্যাচে অসামান্য অবদান রাখায় ম্যান অফ দ্যা ম্যাপ নির্বাচিত হয়েছেন রিপন মন্ডল।

স্কোর :

আফগানিস্তান : ৭৮/১০ (১৮.৪)

বাংলাদেশ : ৭৯/২ (১৩.৩)