Thursday, 15 January 2026
ই-পেপার

সলিডারিটি গেমসে আরেকটি পদক নিশ্চিত বাংলাদেশের

admin | November 13, 2025

ভারত্তোলকের পর এবার ইসলামিক সলিডারিটি গেমসে আরেকটি ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছে বাংলাদেশ। বাংলাদেশের পদকটি নিশ্চিত হয়েছে টেবিল টেনিসে। মিশ্র বিভাগে আজ সেমিফাইনাল নিশ্চিত করেছেন খৈ খৈ মারমা ও জাভেদ আহমেদ।

কোয়ার্টার ফাইনালে মালদ্বীপের রাফা নাজিম ও মোসা মুনসিফকে ৩-০ সেটে হারিয়েছেন খৈ খৈ-জাভেদ।

প্রথম সেটের ১৪-১২ ব্যবধানের বিপরীতে দ্বিতীয় সেট ১১-৫ জয় পায় তারা। আর তৃতীয় সেটে ১১-৮ ব্যবধানে জয় পান খৈ খৈ-জাভেদ। আগামীকাল সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ বাহরাইন।

মিশ্রতে জয় পেলে নারী ও পুরুষ দ্বৈতে হারের তিক্ত স্বাদ পায় বাংলাদেশ।

আলজেরিয়ার পুরুষ জুটির কাছে ২-৩ ব্যবধানে হারেন হৃদয়-রামহিম। অন্যদিকে তুরস্কের নারী জুটির কাছে ২-৩ ব্যবধানে হারেন সোম-খৈ খৈ।
এর আগে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত গেমসে বাংলাদেশকে প্রথম ব্রোঞ্জ পদক এনে দেন ভারত্তোলক মারজিয়া আক্তার ইকরা। ইসলামিক সলিডারিটি গেমসে ভারত্তোলনে স্ন্যাচ, ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে তিনটি ব্রোঞ্জ জেতেন ইকরা।