Thursday, 15 January 2026
ই-পেপার

১৩ নভেম্বর আ. লীগ মাঠে নামলে জনগণ প্রতিশোধ নেবে

admin | November 10, 2025

১৩ নভেম্বর রাজধানীতে কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতারা। তবে ওই দিন দলটির কোনো নেতাকর্মী মাঠে নামলে জনগণ প্রতিশোধ নেবে বলে মন্তব্য করেছেন ডাকসুর আন্তর্জাতিক সম্পাদক খান জসিম।

রবিবার বিকেলে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

খান জসিম বলেন, ‘১৩ নভেম্বর নাকি লীগ ঢাকা লকডাউন ঘোষণা করেছে।

আমাদের জুলাইয়ের বিপ্লবীরা ওদের হুমকি দিচ্ছে, বের হইলে ঢাকা লকের জায়গায় ওদের লক করে দেবে।’
তিনি বলেন, ‘আমি বলি, হুমকি দিয়েন না ভাই। ওদের বের হতে দেন। এ দেশের জনগণের ওপর ওরা যে অত্যাচার চালাইছে তার প্রতিশোধ জনগণ ৫ আগস্ট নেয় নাই।