Thursday, 15 January 2026
ই-পেপার

শিশুরাও আক্রান্ত হচ্ছে ডায়াবেটিসে, কারণ জানালেন চিকিৎসক

admin | November 5, 2025

প্রাপ্তবয়স্করাই সাধারণত ডায়াবেটিসের শিকার হন, এমনটাই আমরা দেখে আসছি দীর্ঘদিন ধরে। কিন্তু বর্তমানে শিশু ও কমবয়সীদের মধ্যেও মারাত্মকভাবে ডায়াবেটিস হানা দিচ্ছে। যদিও শিশুরা এ সময়ে এই রোগ সম্পর্কে খুব একটা বুঝে উঠতে পারে না, তাই আগে থেকেই সতর্ক থাকতে হবে মা-বাবাকে।

কারণ ডায়াবেটিসের মতো নীরব ঘাতক একই সঙ্গে অন্যান্য রোগকে ডেকে আনে।

ফলে, আগেভাগে লক্ষণ বুঝে নিয়ে চিকিৎসকের পরামর্শমতো না চললে অসুস্থতা ক্রমে জটিল রূপ ধারণ করবে।
শিশুরা কেন আক্রান্ত হচ্ছে ডায়াবেটিসে, এর কারণ জানিয়েছেন চিকিৎসকরা। চলুন, বিস্তারিত জেনে নেওয়া যাক—

ছোটদেরও ডায়াবেটিস হতে পারে। এটি একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা।

সাধারণত, দুই ধরনের ডায়াবেটিস বাচ্চাদের মধ্যে দেখা যায়—টাইপ ১ ও টাইপ ২।

টাইপ ১ ডায়াবেটিস

বাচ্চাদের ক্ষেত্রে এটিই বেশি দেখা যায়। এটি একটি অটো-ইমিউন রোগ। এখানে দেহের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা ভুল করে কাজ করে।

আমাদের শরীরের কোষই নিজের বিরুদ্ধে কাজ শুরু করে।
এই রোগ প্রতিরোধ কোষগুলো প্যানক্রিয়াসের ইনসুলিন তৈরি করা কোষগুলোকে নষ্ট করে দেয়। এর ফলে প্যানক্রিয়াস আর ইনসুলিন তৈরি করতে পারে না। ইনসুলিন ছাড়া শরীরের কোষে শক্তি পৌঁছানো সম্ভব নয়। তাই রক্তে শর্করার মাত্রা বিপজ্জনকভাবে বেড়ে যায়।

টাইপ ২ ডায়াবেটিস

শিশুদের মধ্যে টাইপ ২ ডায়াবেটিস তুলনামূলকভাবে কম দেখতে পাওয়া যায়। এটি সাধারণত জীবনযাত্রা এবং পরিবারে কারো থাকলে ঘটতে পারে। যদি পরিবারে অর্থাৎ নেক্সট জেনারেশনে কারো ডায়াবেটিস থাকে, তবে টাইপ ২ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এটি টাইপ ১ থেকে ভিন্ন। কারণ, টাইপ ২-তে প্রধানত বংশগত যোগসূত্র দেখা যায়। এই রোগটি সঠিক সময়ে নির্ণয় ও চিকিৎসা করা অত্যন্ত জরুরি।

কোন লক্ষণে সতর্ক হবেন

বারবার পানির পিপাসা পাওয়া এবং গলা শুকিয়ে যাওয়া।
ঘন ঘন প্রস্রাব।
শিশুর ওজন কমে যাওয়া।
বড় বয়েসেও বিছানায় প্রস্রাব করার ঘটনা ঘটলে।
অল্পেই ক্লান্তি ও ঝিমুনি, ঘুমের সমস্যা ও অস্বস্তি ভাব।
এই লক্ষণগুলো আপনার শিশুর মধ্যে দেখতে পেলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

সূত্র : সংবাদ প্রতিদিন