শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং’ নিয়ে অনুরাগীদের আগ্রহের অন্ত নেই। বলিউড বাদশাহর জন্মদিনে অন্তর্জালে এসেছে সিনেমাটির টাইটেল অ্যানাউন্সমেন্ট। সোয়া মিনিটের টিজারে হাইভোল্টেজ অ্যাকশন দৃশ্য নিয়ে হাজির হয়েছেন শাহরুখ।
সিনেমাটির ঘোষণার পর থেকেই কৌতুহল তুঙ্গে, ‘কিং’-এ কেমন চরিত্রে দেখা যাবে শাহরুখকে? এবার ষাটে পা রেখে হালকা ইঙ্গিত দিয়ে নিজেই সেই কৌতূহলের পারদ চড়ালেন অভিনেতা।
জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত ফ্যান মিট-এন্ড-গ্রিট ইভেন্টে অভিনেতা ছবিটি নিয়ে কথা বলেন।
এসময় শাহরুখ বলছেন, “কিং-এর গল্পটা ভীষণ ইন্টারেস্টিং। সিদ্ধার্থ, সুজয়রা খুব যত্ন নিয়ে চরিত্রটা সাজিয়েছেন। কিং আদতেই মন্দ লোক।
একজন খুনি। অনেক মানুষ খুন করেছে। তাই কিং আদতেও কতটা ভিলেন, আশা করি সেটা আর বলার অপেক্ষা রাখে না। ভীষণ ডার্ক ক্যারেক্টার।
ধূসর চরিত্র আর কী! মারাত্মক নির্মম, খতরনাক একজন মানুষ কিং। তাহলে বুঝতেই পারছেন ছবিতে আমার চরিত্রটা কেমন?”
King First Look Teaser: Shah Rukh Khan Returns As Ruthless Assassin In Dark Action Thriller
শোনা যাচ্ছে, ছবিতে একই চরিত্রে ভিন্ন সময়কালের প্রেক্ষাপটে ধরা দেবেন শাহরুখ। যুবক বয়সে রাঘব জুয়েলের সঙ্গে সংঘাতে জড়াবেন আর বৃদ্ধ বয়সে বাদশাকে দেখা যাবে অভিষেক বচ্চনের সম্মুখ সমরে। তবে দু’ক্ষেত্রেই তুখোড় অ্যাকশন সিকোয়েন্স রয়েছে কিং খানের।
উল্লেখ্য, দর্শক-অনুরাগীদের কাছে শাহরুখ ‘রোম্যান্স কিং’ হলেও ক্যারিয়ারের শুরু থেকে বহুবার ‘ব্যাড বয়’ হিসেবে ধরা দিয়েছেন।
সে তালিকায় ‘ডর’, ‘আনজাম’, ‘বাজিগর’, ‘ডন’-এর মতো ছবিগুলো রয়েছে। কিন্তু ষাটের দোরগোড়ায় এসে ফের কেন এমন হাইভোল্টেজ খলচরিত্র বাছলেন তিনি?
এ প্রসঙ্গে শাহরুখের উত্তর, “অভিনেতা হিসেবে বিভিন্ন ধরনের চরিত্র নিয়ে এক্সপেরিমেন্ট করা খুব দরকার। বিশেষ করে একেকটা গল্পকে একেক আঙ্গিকে দর্শকদের পাতে পরিবেশন করাটা ভীষণ গুরুত্বপূর্ণ। কোনোটা রোমান্টিক, কোনোটা কমিক আবার কোথাও নায়ক হিসেবে চরিত্রের মদ্য দিয়ে অনুপ্রেরণা জোগাতে হয়। আর আমি সেটাই চেষ্টা করছি। কারণ ১-২ বছরে হয়তো একটা বড় মাপের ভালো সিনেমা করি আমি। কারণ আজকাল সিনেমা তৈরি করাও খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই আমার মনে হয়, যেটুকু কাজ করব সেটা যেন ভালো করে করতে পারি, যাতে দর্শকরা নিরাশ না হন।”