Thursday, 15 January 2026
ই-পেপার

ভারতের কাছে ৯৩ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রিতে যুক্তরাষ্ট্রের অনুমোদন

admin | November 20, 2025

মার্কিন পররাষ্ট্র দপ্তর ভারতকে ৯৩ মিলিয়ন ডলার মূল্যের ‘জ্যাভলিন অ্যান্টি-ট্যাংক মিসাইল সিস্টেম এবং এক্সক্যালিবার গাইডেড আর্টিলারি’ গোলাবারুদ বিক্রির অনুমোদন দিয়েছে। বুধবার মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা (ডিএসসিএ) এ খবর দিয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

গত আগস্টে রুশ তেল কেনার শাস্তি হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশ করেন। এরপর থেকে দুই দেশের মধ্যে সম্পর্ক তিক্ত হওয়া শুরু করে।

এ ঘটনার পর ভারত ওয়াশিংটনের ফরেন মিলিটারি সেলস (এফএমএস) কর্মসূচির অধীনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সরঞ্জাম কিনছে।
ভারতের স্বদেশী উৎপাদিত তেজাস যুদ্ধবিমানকে আরো শক্তিশালী করতে এই ক্রয় করা হচ্ছে। চলতি মাসে জেনারেল ইলেকট্রিকের তৈরি আরো যুদ্ধবিমান ইঞ্জিন পুনরায় অর্ডার করেছিল ভারত।

ডিএসসিএ এক বিবৃতিতে জানিয়েছে, ‘এই প্রস্তাবিত বিক্রি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য পূরণে সহায়তা করবে।

এটি যুক্তরাষ্ট্র–ভারত কৌশলগত সম্পর্ককে আরো শক্তিশালী করবে এবং এমন এক গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা অংশীদারের নিরাপত্তা বাড়াবে।’
ডিএসসিএ জানিয়েছে, ভারত সরকার ২১৬টি এক্সক্যালিবার ট্যাকটিক্যাল প্রজেক্টাইল এবং ১০০টি জ্যাভলিন সিস্টেম কেনার অনুরোধ করেছিল। ভারত ইতিমধ্যেই তার এম-৭৭৭ হাউইৎজার বন্দুকগুলোতে এক্সক্যালিবার আর্টিলারি গোলাবারুদ ব্যবহার করছে। ডিএসসিএ জানিয়েছে, বিক্রয়ের জন্য প্রধান ঠিকাদার হবে, আরটিএক্স কর্পোরেশন (এক্সক্যালিবার প্রজেক্টাইলের জন্য) এবং লকহিড মার্টিন (জ্যাভলিন সিস্টেমের জন্য), যৌথ উদ্যোগে এই কাজ শেষ হবে।

সূত্র : রয়টার্স