ফাঁকা রাস্তায় জোরে বাইক চালানোর সময় পেছনের আরোহীর কথা কানে না আসাটা একটি সাধারণ সমস্যা। শুধু একই বাইকের দুইজন আরোহী নন, একসঙ্গে অনেক বন্ধু মিলে বাইক নিয়ে ঘুরতে গেলেও বন্ধুরা একে অপরের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতে পারেন না। বাতাসের তীব্র শব্দের কারণে কথোপকথন প্রায় শোনাই যায় না।
তবে এসব সমস্যা রোধে কাজ করতে পারে আধুনিক ব্লুটুথ হেলমেট।
দিন দিন এই বিশেষ ধরনের হেলমেটগুলো দ্রুত জনপ্রিয়তা লাভ করছে। কারণ এতে একাধিক প্রযুক্তিগত সুবিধা রয়েছে।
ব্লুটুথ হেলমেটের প্রধান সুবিধা
এই হেলমেটগুলো আরোহীদের যোগাযোগ ও বিনোদনের ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করেছে। সেগুলো হচ্ছে—
কথাবার্তার সুবিধা
ব্লুটুথ হেলমেটগুলো ব্যবহার করে একই বাইকের দুই আরোহী অথবা একাধিক বাইকের আরোহীরা নিজেদের মধ্যে অনায়াসে কথা বলতে পারেন।
এর ফলে দলবদ্ধভাবে ঘুরতে গেলে যোগাযোগ করা অত্যন্ত সহজ হয়ে যায়। আগে যেখানে হেলমেট ইন্টারকমের জন্য আলাদা যন্ত্র জুড়তে হতো, ব্লুটুথ হেলমেটে সেই বাড়তি ঝামেলাও নেই।
আরো পড়ুন
নিয়মিত গাজর খেলে কি চুলের ঘনত্ব বাড়ে? কী আছে এই সবজিতে
নিয়মিত গাজর খেলে কি চুলের ঘনত্ব বাড়ে? কী আছে এই সবজিতে
গান শোনার ব্যবস্থা
হেলমেট পরা অবস্থায় হেডফোন বা ইয়ারফোন ব্যবহার করা সাধারণত বিপজ্জনক। ব্লুটুথ হেলমেটে সরাসরি গান শোনার ব্যবস্থা থাকায় আরোহীরা নিরাপদে বিনোদন উপভোগ করতে পারেন।
তবে গান শুনতে শুনতে বাইক না চালানোই ভালো। এর ফলে মারাত্মক দুর্ঘটনার শিকার হতে পারেন।
সহজে পথনির্দেশ
চলন্ত বাইকে ফোনের স্পিকারের মাধ্যমে গুগল ম্যাপের পথনির্দেশ শোনা প্রায় অসম্ভব। হেলমেটের মধ্যেই পথনির্দেশ শোনার ব্যবস্থা থাকায় বাইক চালানোর সময় নেভিগেশন অনুসরণ করা সহজ হয়ে যায়।
ফোন রিসিভের সুবিধা
বাইক চালাতে চালাতে ফোনে কথা বলা যদিও বিপজ্জনক, কিন্তু অতিপ্রয়োজনে ফোন রিসিভ করা জরুরি হতে পারে।
ব্লুটুথ হেলমেটে ফোন রিসিভ করার এবং প্রয়োজনে অল্প কথা বলে নেওয়ার সুবিধা থাকে, যা প্রচলিত উপায়ের চেয়ে অনেক বেশি নিরাপদ।
আরো পড়ুন
ফোন ধরার ধরনই বলে দেবে আপনার মানসিক স্বাস্থ্যের অনেক কিছু
ফোন ধরার ধরনই বলে দেবে আপনার মানসিক স্বাস্থ্যের অনেক কিছু
সূত্র : দ্য ওয়াল