Thursday, 15 January 2026
ই-পেপার

নীরবে, অভিমানে, নিভৃতে তাইজুল

admin | November 24, 2025

অধিনায়ক নাজমুল হোসেন ভুল বলেননি। অনেক সময়ই যে তাঁর দলের এক পারফরমার ঝলমলে পারফরম্যান্সের পরও আড়ালে থেকে যান, ‘তাইজুল ভাইয়ের পারফরম্যান্স অনেকে খুব বেশি হাইলাইট করতে চায় না বা করে না বা করার সুযোগ হয় না।’ প্রচারের আলোহীন এই বাঁহাতি স্পিনার নীরবে নিজেকে টেস্টের জন্য তৈরি রাখেন। টেস্ট জেতানো পারফরম্যান্সের পরও প্রাপ্য স্বীকৃতি না পাওয়ার অভিমানে এই সেদিনও সংবাদ সম্মেলনে ধরে এসেছিল তাঁর কণ্ঠ।

তবে সব সামলে নিভৃতে দলের জন্য অক্লান্তে হাত ঘুরিয়ে যাওয়া এবং সাফল্য তুলে আনার প্রক্রিয়ায় অবিচল তাইজুল তাই একের পর এক মাইলফলক পেরিয়ে উঠে যান এমন উচ্চতায়, যেখানে সবাই তাঁর পেছনেই পড়ে থাকেন।
আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টের চতুর্থ দিনেই সাকিব আল হাসানকে (২৪৬) টপকে বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারি বনে যাওয়া তাইজুলের জন্য আরেকটি উপলক্ষও অপেক্ষায় ছিল। গতকাল পঞ্চম দিনের সকালে এসে গেল সেই মাহেন্দ্রক্ষণও। ২৪৯ উইকেট নিয়ে দিন শুরু করা বাঁহাতি স্পিনার অ্যান্ডি ম্যাকব্রাইনকে বিদায় করে আরেকটি ‘প্রথম’-এর সাক্ষাৎও পান।

২৫০ টেস্ট উইকেটের মাইলফলক ছোঁয়া প্রথম বাংলাদেশি বোলার তাইজুল আরেকটি কীর্তিতেও তালিকায় সবার আগে নিজের নাম টুকেছেন। বাঁহাতি স্পিনারদের মধ্যে ইতিহাসে সবচেয়ে কম ৫৭ টেস্ট খেলে (শ্রীলঙ্কান কিংবদন্তি রঙ্গনা হেরাথও সমানসংখ্যক ম্যাচেই এত শিকার ধরেছেন) এই মাইলফলকে পৌঁছেছেন। মিরপুর টেস্টে দুই ইনিংসে ৪টি করে ৮ শিকার ধরা তাইজুল পুরো সিরিজেই ছিলেন উজ্জ্বল। সিরিজের দুই টেস্টে নিয়েছেন ১৩ উইকেট।

নিজের শততম টেস্টে ইতিহাসের মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি ও ফিফটি করা মুশফিকুর রহিমের ম্যাচসেরা হওয়ার দিনে তাই নিরাশ হতে হয়নি তাইজুলকেও। তিনি হয়েছেন সিরিজেরই সেরা খেলোয়াড়। এই নিয়ে তৃতীয়বার ম্যান অব দ্য সিরিজ হলেন তাইজুল। এ ক্ষেত্রেও বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি সিরিজসেরা হওয়া সাকিবকে (৫ বার) ধরার জন্য ছুটছেন তাইজুল।

কিন্তু প্রাপ্য স্বীকৃতি তাঁর ভাগ্যে তেমন জোটে না বলে ঢাকা পড়ে থাকে তাঁর কীর্তি।

সে জন্য সংবাদমাধ্যমের প্রতি তাইজুলকে নিয়ে আলোচনা তৈরির কাতর অনুরোধ নাজমুলের। টেস্ট ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতেও তাইজুলদের তুলে ধরার প্রয়োজনীয়তার কথা বললেন অধিনায়ক, ‘তাইজুল ভাই নীরবে নিজের কাজটি করে যান। আগেও একবার বলেছি, পারফরম করা ক্রিকেটারদের হাইলাইট করলে এবং তাঁদের নিয়ে কথাবার্তা হলে আমাদের টেস্ট ক্রিকেটও ওপরের দিকে যাবে। তাঁদের পারফরম্যান্স নিয়ে আলোচনা বাড়লে মানুষের মধ্যেও টেস্ট ক্রিকেটের গুরুত্ব বাড়বে।’