Thursday, 15 January 2026
ই-পেপার

দাদা-দাদি ও নানা-নানিকে শততম টেস্টের সেঞ্চুরি উৎসর্গ মুশফিকের

admin | November 20, 2025

ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় টেস্ট খেলছেন মুশফিকুর রহিম। মিরপুর টেস্ট যে তার ক্যারিয়ারের শততম। বাংলাদেশের আর কোনো ক্রিকেটারের এমন কীর্তি নেই। বিশ্বের হিসাব কষলে, টেস্ট ক্রিকেটের ১৫০ বছরের ইতিহাসে মাত্র ৮৪ জন এই মাইলফলক অর্জন করেছেন।

বিশেষ টেস্টকে আবার দারুণ এক সেঞ্চুরিতে রাঙিয়েছেন মুশফিক। শততম টেস্টে সেঞ্চুরি পাওয়া ১১তম ব্যাটার তিনি। ক্যারিয়ারের স্মরণীয় সেঞ্চুরিটি আজ উৎসর্গ করেছেন দাদা-দাদি ও নানা-নানিকে। তার মতে, তাদের দোয়াতেই আজকের অবস্থানে আসতে পেরেছেন তিনি।

দিনশেষে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন মুশফিক। ১০৬ রানের ইনিংস খেলা ব্যাটার বলেছেন, ‘আমার দাদা-দাদি আর নানা-নানিকে উৎসর্গ করছি। কারণ যখন বেঁচে ছিলেন, তারা আমার সবচেয়ে বড় ফ্যান ছিলেন। মারা যাওয়ার আগে যখন তারা অসুস্থ ছিলেন, আমার এখনো মনে আছে, দাদা-দাদি, নানা-নানি বলেছিলেন—ভাই, তোমার খেলা দেখার জন্যও আমরা আর কয়েকটা দিন বেঁচে থাকতে চাই।

খুব কম নাতি-নাতনির ভাগ্যে এমন কিছু জোটে। আমি এখন বলতে চাই যে তাদের দোয়ার কারণেই আমি এতদূর আসতে পেরেছি। আমার সেঞ্চুরি উৎসর্গ করার মতো আরো অনেক মানুষ আছেন। কিন্তু আমি দাদা-দাদি আর নানা-নানিকে উৎসর্গ করতে চাই।’