Thursday, 15 January 2026
ই-পেপার

দর্শকের মন ছুঁয়েছে ‘তোমার জন্য মন’

admin | November 9, 2025

মফস্বলে বেড়ে ওঠা দুই তরুণের সম্পর্কের গল্প নিয়ে অন্তর্জালে উন্মুক্ত হয়েছে ওয়েব ফিল্ম ‘তোমার জন্য মন’। জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীনের পরিচালনায় এতে জুটি বেঁধে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী।

এখন পর্যন্ত এই জুটি একাধিক নাটকে অভিনয় করলেও ওয়েবে তাদের এটাই প্রথম। মুক্তির পর অনেক দর্শকের মন্তব্য, এখন পর্যন্ত এই জুটির সেরা পারফরম্যান্স ছিল ‘তোমার জন্য মন’-এ।

এ ছাড়াও বেশ ইতিবাচক মন্তব্য দেখা গেছে ওয়েব ফিল্মটি ঘিরে। গল্প, নির্মাণ, অভিনয় দর্শকদের মন কেড়েছে-এমনটাই আঁচ করা যাচ্ছে।

একজন দর্শক লিখেছেন, ‘একটা পরিচ্ছন্ন ওয়েব কনটেন্ট। দেখে মনে হলো ওটিটি, রোমান্টিক জনরা টিকিয়ে রাখতেছে শিহাব শাহীনই।

ওয়েব ফিল্মটিতে রোমান্স ও পলিটিক্স চমৎকারভাবে মিশিয়ে দিয়েছেন। যা প্রতিটি দৃশ্যতে টানটান উত্তেজনা বজায় রেখেছে। সংলাপগুলো মুগ্ধ করেছে। চমৎকার ছিলো প্রতিটা সিকুয়েন্স।
এমন গল্পের কাজ শিহাব শাহীন থেকেই পাওয়া সম্ভব।’
আরেকজন লিখেন, ‘পরিষ্কার, শক্তিশালী এবং সুন্দর অভিনীত, চমৎকার সংগীত। প্রতিটি মুহূর্ত ঠিক যেখানে হিট করা উচিত সেখানেই করেছে। মনে হচ্ছে, শিহাব শাহীন হেটার্সদেরকে ভক্তে পরিণত করেছে।’

আরেকজন লিখেন, ‘মন ছুঁয়ে যাবার মতো কাজ।

দারুণ।’

দর্শকের সাড়া প্রসঙ্গে শিহাব শাহীন বলেন, ‘‘দর্শকেরা কাজটিকে পছন্দ করছেন। এখন পর্যন্ত সব ইতিবাচক সাড়া পেয়েছি। সবাই নিজেদের ভালো লাগা, অনুভূতি শেয়ার করছেন। প্লাটফর্মটিও বলছে, আমার ‘দাগি’ সিনেমা ওটিটিতে মুক্তির পর যেরকম ফিডব্যাক পেয়েছিল তারা, এটার ক্ষেত্রেও ঠিক সেরকমই। ভালোই যাচ্ছে।’’

‘তোমার জন্য মন’-এর গল্প, চিত্রনাট্য সংলাপ লিখেছেন শিহাব শাহীন নিজেই। ইয়াশ-তটিনী ছাড়া এতে আরো অভিনয় করেছেন সমু চৌধুরী, সাবিহা জামান, সালাহউদ্দিন লাভলু প্রমুখ।