Thursday, 15 January 2026
ই-পেপার

ডিসেম্বরে দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগ করবেন : পিনাকী ভট্টাচার্য

admin | November 3, 2025

অন্তর্বর্তী সরকারের সংবাদ সম্মেলনে জাতীয় নির্বাচনের দিনই গণভোটের নির্দেশনা আসতে পারে বলে জানিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য। এ ছাড়া আগামী ডিসেম্বর মাসে দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগ করবেন বলে জানান তিনি।

আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানান পিনাকী ভট্টাচার্য।

ফেসবুক পোস্টে তিনি বলেন, আমি আগেই বলেছিলাম জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের সিদ্ধান্ত নিচ্ছে সরকার।

আজ প্রফেসর ইউনূসের সংবাদ সম্মেলনে এটির নির্দেশনা আসতে পারে।
পিনাকী আরো বলেন, নির্বাচনের আগে ডিসেম্বর মাসে দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগ করবেন। অপরদিকে, জামায়াত গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ইস্যু মানবে না। শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে প্রফেসর ইউনূসের সরকার অটল থাকতে পারবে বলে আমি মনে করি না।

সর্বশেষ তিনি বলেন, অনেক জটিলতা আছে এখনো, সেগুলো বিবেচনায় নিয়েই সবাই নির্বাচনের জন্য প্রস্তুত হয়ে যান। এবার খেলা হবে সমানে সমান।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে ছাত্রদের প্রতিনিধি হিসেবে আছেন আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক দল এনসিপির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।