Thursday, 15 January 2026
ই-পেপার

টানা ব্যর্থতায় চাপে স্লট, লিভারপুলে ফের ক্লপ-গুঞ্জন

admin | November 24, 2025

লিভারপুলে সংকট ঘনিয়ে এসেছে। টানা ব্যর্থতার মধ্যে পড়ে তুমুল সমালোচনায় আছেন বর্তমান কোচ আর্নে স্লট। শনিবার অ্যানফিল্ডে নটিংহ্যাম ফরেস্টের কাছে ৩-০ গোলের লজ্জাজনক হার পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে।

গত মৌসুমে ইয়ুর্গেন ক্লপের বিদায়ের পর দায়িত্ব নিয়ে প্রথম বছরেই লিভারপুলকে প্রিমিয়ার লিগ শিরোপা এনে দিয়েছিলেন ৪৭ বছর বয়সী ডাচ এই কোচ।

কিন্তু নতুন মৌসুমের শুরুতে সম্পূর্ণ বিপরীত চিত্র, সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ সাত ম্যাচের ছয়টিতেই হার।
গ্রীষ্মে বিশাল অঙ্ক (৪৫০ মিলিয়ন পাউন্ড) ব্যয় করে স্কোয়াড গড়েছিল লিভারপুল। কিন্তু কাঙ্ক্ষিত ফলের দেখা না মিললে উঠে আসছে ব্যবস্থাপনা ও পরিকল্পনার ব্যর্থতার অভিযোগ। ফরেস্টের বিপক্ষে হারের ফলে শিরোপার দৌড়ে দলের ব্যবধান এখন আট পয়েন্ট।

এমন পরিস্থিতিতে স্লটের ভবিষ্যৎ নিয়ে সমালোচনা জোরালো হলেও অনেকে মনে করেন, শিরোপাজয়ী মৌসুমের পরই তাকে বিদায় করবে না লিভারপুল কর্তৃপক্ষ। আর্সেনালের সাবেক ডিফেন্ডার মার্টিন কিয়োন মনে করেন, এই অবস্থাতেও স্লটকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করবে না লিভারপুল।

তিনি বলেন, ‘গত মৌসুমে লিগ জেতা কোচকে এক বছরেই সরিয়ে দেওয়ার কথা ভাববে না লিভারপুল। তবে পতনটা ভয়াবহ।


স্লটের ওপর চাপ বাড়ার বড় একটি কারণ, সাবেক লিভারপুল কোচ ক্লপকে ঘিরে নতুন করে গুঞ্জন। স্লটের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে সবচেয়ে এগিয়ে আছেন এই জার্মান কোচ। যদিও ক্লাব কর্তৃপক্ষ এখনো পরিবর্তনের ইঙ্গিত দেয়নি।

এক সাক্ষাৎকারে ক্লপ বলেছিলেন, ‘ইংল্যান্ডে ফিরলে লিভারপুল ছাড়া অন্য কোনো দল নয়।’

বর্তমানে তিনি রেড বুল ফুটবল গ্রুপে কাজ করলেও লিভারপুলে তার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে আলোচনা থামছেই না।

এক মৌসুম আগেই শিরোপা জেতা দল এখন ছন্দহীন, আত্মবিশ্বাসহীন। স্কোয়াডে তারকা খেলোয়াড় থাকলেও ফল না আসায় নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠছে। এখন সবার নজর, এই চাপ সামলে দলকে টেনে তুলতে পারবেন কি না আর্নে স্লট।