Thursday, 15 January 2026
ই-পেপার

চুলের যত্নে যেভাবে কাজে আসতে পারে লবঙ্গ

admin | November 10, 2025

লবঙ্গের কত গুণ, তা হয়তো অনেকেই জানেন না। ছোট্ট এক টুকরো লবঙ্গ খেলে একদিকে যেমন শরীরের নানা সমস্যা দূর হয়, তেমনই এটি সঠিক উপায়ে ব্যবহার করলে ত্বক ও চুলের সমস্যাও নিমেষে হবে গায়েব।

এই উপকার পেতে বানিয়ে নিতে হবে সুন্দর করে লবঙ্গ পানি। এটি একদিকে ত্বকের নানা সমস্যা যেমন দূর করবে, পাশাপাশি চুল করবে দ্বিগুণ লম্বা।

সেই সঙ্গে খুশকিও দূর করবে। তাহলে চলুন, জেনে নেওয়া যাক কিভাবে বাড়িতে লবঙ্গ পানি—
উপকরণ

পানি ২ গ্লাস
লবঙ্গ ১ চামচ
গোলাপজল ২ চামচ
অ্যালোভেরা জেল ১ চামচ ও
টি ট্রি এসেনশিয়াল অয়েল (৬-৮ ফোঁটা)।

পদ্ধতি

প্রথমে ২ গ্লাস পানি একটি প্যানে ঢেলে নিন। এরপর ওই পানির মধ্যে ঢেলে দিন এক চামচ লবঙ্গ।

এই পানি ১০-১৫ মিনিট ভালো করে ফুটিয়ে নিন। সুন্দর সোনালি রং হয়ে যাবে পানির।
এবার ওই পানি ছেঁকে নিতে হবে। এরপর সেই লবঙ্গ পানিতে মিশিয়ে দিতে হবে ২ চামচ গোলাপ জল।

এর ফলে ওই পানির গন্ধ আরো ভালো হবে। এরপর ওই পানির মধ্যে দিতে হবে এক চামচ অ্যালোভেরা জেল। এটি পানি স্ক্যাল্প ও ত্বক—দুটোরই যত্ন নেয়।
এরপর ওই পানির মধ্যে ৬-৮ ফোঁটা টি ট্রি এসেনশিয়াল অয়েল দিতে হবে। এর মধ্যে অ্যান্টি ব্যাক্টেরিয়াল উপাদান রয়েছে, যা ব্রণ দূর করে আর স্ক্যাল্পে কোনোরকম ইনফেকশন হতে দেয় না।

বরং চুলের বৃদ্ধি হয় দ্রুত। আর খুশকিও দূর করতে সাহায্য করে।

সর্বশেষে এই পানিটি একটি স্প্রে বোতলে ঢেলে নিন। তা সারা দিনে ত্বকে ও স্ক্যাল্পে ২-৩ বার স্প্রে করতে হবে। তাহলেই পাবেন দাগছোপহীন ত্বক এবং ভালো হবে চুলের স্বাস্থ্য।

সূত্র : টিভি৯ বাংলা