Thursday, 15 January 2026
ই-পেপার

এলচের মাঠে হোঁচট খেল রিয়াল মাদ্রিদ

admin | November 24, 2025

জুড বেলিংহামের গোল ও অ্যাসিস্টে শেষ মুহূর্তে রক্ষা পেল রিয়াল মাদ্রিদ। এলচের মাঠে দুবার পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত ২–২ গোলে ড্র করেছে জাবি আলোনসোর দল। তবে এই ড্র-ই যথেষ্ট হয়েছে লা লিগার শীর্ষস্থান পুনরুদ্ধারের জন্য।

রবিবার এস্তাদিও মানুয়েল মার্টিনেস ভালেরোতে ম্যাচের দ্বিতীয়ার্ধেই আসে সব গোল।

৫৩তম মিনিটে আলেইক্স ফেবাসের গোলে এগিয়ে যায় এলচে। এরপর দ্রুতই চাপ বাড়িয়ে রিয়াল আক্রমণে যায় এবং ৭৮ মিনিটে বেলিংহামের হেড থেকে ডিন হুইসেনের গোলে সমতায় ফেরে।
কিন্তু এর ছয় মিনিট পর আবারও পিছিয়ে পড়ে রিয়াল। ৮৪তম মিনিটে আলভারো রদ্রিগেজ নিচু শটে কুর্তোয়াকে পরাস্ত করে এলচেকে ২–১ এ এগিয়ে দেন।

ম্যাচটি যখন প্রায় রিয়ালের হাতছাড়া, তখনই ৮৭ মিনিটে কিলিয়ান এমবাপ্পের কাট-ব্যাক ধরে নিখুঁত শটে গোল করেন বেলিংহাম। লা লিগায় শেষ চার ম্যাচে এটি ছিল তার তৃতীয় গোল।

যোগ করা সময়ের সপ্তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন এলচে ডিফেন্ডার ভিক্টর চুস্ট, এরপর ১০ জন নিয়ে বাকি সময় কাটাতে হয় স্বাগতিকদের।

প্রথমার্ধে এমবাপ্পে কয়েকটি নিশ্চিত সুযোগ পেয়েও গোলের দেখা পাননি।

ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের নিখুঁত ক্রস থেকেও ফরাসি তারকার শট ইনাকি পেনা ঠেকিয়ে দেন। অন্যদিকে কুর্তোয়া দু’বার বাঁচান রিয়ালকে, রাফা মির ও আন্দ্রে দা সিলভার সুযোগ নষ্ট করে দেন তিনি।
এই ড্রয়ে ১ পয়েন্ট নিয়ে আবারও টেবিলের শীর্ষে উঠে গেছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা থেকে এক পয়েন্ট এগিয়ে লস ব্লাঙ্কোরা। অপরদিকে ১১তম স্থানেই রইল এলচে।