অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে একটি জনপ্রিয় সার্ফিং স্পটের কাছে সৈকতে বৃহস্পতিবার হাঙরের আক্রমণে এক সুইস পর্যটক নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
নিউ সাউথ ওয়েলস রাজ্য পুলিশের ভাষ্য অনুযায়ী, সিডনি থেকে প্রায় ৩৫০ কিলোমিটার উত্তরে পোর্ট ম্যাকোয়ারির কাছে ক্রাউডি উপসাগরের কাইলিস বিচে বৃহস্পতিবার সকালে দুজন হাঙরের আক্রমণের শিকার হয়েছেন এমন প্রতিবেদনের পর জরুরি সেবাদলকে খবর দেওয়া হয়।
ঘটনাস্থলেই আনুমানিক ২০ বছর বয়সী এক নারী মারা যান। যদিও তার পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
আনুমানিক ২০ বছর বয়সী আরেকজন পুরুষকে সংকটাপন্ন অবস্থায় হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ প্রধান পরিদর্শক টিমোথি বেইলি এক সংবাদ সম্মেলনে বলেন, ওই দুজন একে অপরের পরিচিত ছিলেন।
সুইস ফেডারেল ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স নিশ্চিত করেছে, দুজনই সুইজারল্যান্ডের নাগরিক।
এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ‘একজন সুইস নাগরিক প্রাণ হারিয়েছেন, আরেকজন সুইস নাগরিক আহত হয়েছেন।
’
বিবৃতিতে আরো জানানো হয়, সিডনিতে অবস্থিত সুইস কনস্যুলেট জেনারেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে এবং তাদের স্বজনদের সহায়তা দিচ্ছে।
নিউ সাউথ ওয়েলস অ্যাম্বুল্যান্সের সুপারিনটেনডেন্ট জশ স্মিথ বলেন, সৈকতে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী আহত পুরুষটির পায়ে ‘অস্থায়ী টর্নিকেট’ ব্যবহার করে রক্তপাত বন্ধের চেষ্টা করেন, যা সম্ভবত তার জীবন বাঁচাতে সাহায্য করেছে এবং জরুরি সেবাদলকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য সময় এনে দিয়েছে।
স্মিথ বলেন, ‘কিছু প্রত্যক্ষদর্শীর সাহস সত্যিই অসাধারণ। এমন পরিস্থিতিতে নিজেকে এগিয়ে দেওয়া অত্যন্ত বীরত্বের কাজ এবং সে কারণেই আমরা ওই পুরুষ রোগীর কাছে পৌঁছতে সময় পেয়েছি।
’
কর্তৃপক্ষ হাঙরের প্রজাতি শনাক্ত করার চেষ্টা চালানোয় কাইলিস বিচ বন্ধ করে দেওয়া হয়েছে। হাঙর ধরার আশায় ড্রামলাইনও স্থাপন করা হয়েছে।
এই আক্রমণটি সিডনির উত্তরের লং রিফ বিচে সার্ফিং করার সময় এক ব্যক্তি হাঙরের আক্রমণে নিহত হওয়ার মাত্র দুই মাস পর ঘটল।